সহি মুসলিম শরীফ (Sahi Musltim Sharif) Part-07
বিসমিল্লাহির রহমানির রহিম
সহি মুসরিম শরীফ
ইমাম আবুল হুসাইন মুসরিম ইবনুল হাজ্জাজ (র)
হযরত মুহাম্মদ (স:) বিদায় হজ্বের ভাষনে বলেছিলেন, যারা আল্লাহর কোরআন ও আমার হাদিসকে আকরে ধরবে তারা কখনো পথ ভ্রষ্ট হবে না।
হাদিসের যতগুলি গ্রন্থ আছে তাদের ভেতরে সহি মুসলিম শরীফ হচ্ছে অন্যতম। যদি কোন ব্যাক্তি বলে যে আমি সম্পূর্ন নবীকে অনুস্মরণ করে চলতে চাই তাহলে তাকে কোরআন ও হাদীস অধ্যায়ন করলেই যথেষ্ট। অন্তরকে আল্লাহমুখী করে রাখার একমাত্র হাতীয়ার কোরআন এবং হাদীস হলো নবীর কথা অথবা উপদেশ। যা পালন করা প্রত্যেক মুসলমান নর-নারীর কর্তব্য। নবী করীম (স:) বলে গেছেন, আমার উম্মতদের মধ্যে 73 টা কাতার হবে তার মধ্যে এক কাতার বেহেস্তে যাবে। এর দ্বারা আমরা একেবারে স্পষ্ট যে কাতারটি বেহেস্তে যাবে তারাই হলো নবীর দল অর্থাৎ নবীকে অনুস্মরণ ও অনুকরণ করে চলে। আর বাকী যে 72 টা দলের কথা বলা হয়েছে তা আমরা আমাদের চারিপাশে তাকালেই দেখতে পাই অর্থাৎ কিছুটা নবীকে অনুস্মরণ করে কিছুটা অতিরিক্ত বানিয়ে করে আবার কিছুনা বাদ দিয়ে করে।
মুসলিম শরীফের প্রথম হাদিস মানুষের শোনা কথায় কান না দিয়ে বরং যে কথা বলেছে তা যাচাই বাছাই করে পালন করা। তাই আমরা মুসলমানরা মানুষের কথায় কান না দিয়ে কোরআন ও হাদিসকে অনুস্মরণ ও অনুকরণ করে চললেই আমাদের জন্য যথেষ্ট।
সহি মুসরিম শরীফের সপ্তম পার্ট ডাউনলোন করতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করুণঃ

https://drive.google.com/open?id=1yOWM_69S-DBbZwNpWMVeJTDQerlewdGv

https://drive.google.com/open?id=1yOWM_69S-DBbZwNpWMVeJTDQerlewdGv
No comments