Header Ads

Header ADS

About Me

বিসমিল্লাহির রহমানির রহিম

হাদিসের বানী হচ্ছে “তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় কাজ করতে দেখে, সে যেন তা প্রতিহত করে, যদি এত তার ক্ষমতা না থাকে তবে সে যেন প্রতিবাদ জানায়, এটাও যদি করতে না পারে তবে যেন অন্তর দ্বারা ঘৃনা করে এবং এটা হচ্ছে দুর্বল ঈমানের বহিঃপ্রকাশ।”

সমাজের চারিদ্বারে এতো অন্যায়, এতো অনাচার প্রত্যক্ষ করে আমি নিজেও যেন অন্যায়ের গহ্বরে পতিত হয়ে জীবন যাপন করছি। কিন্তু না আছে আমার বাহুবল না আছে আমার কথা বলার বাক স্বাধীনতা, আর না আছে ঘৃনা করার মত মানসিকতা। করণ ঘৃনা করতে হলে প্রথমে নিজেকেই ঘৃনা করতে হয়। অর্থাৎ আমার চারিধারে বিচরণরত আমার পরিবারবর্গই নামকা ওয়াস্তে ঈমান নিয়ে জীবন যাপন করছে। কোরআন হাদীস নির্দেশ ও ব্যাক্ষায় ঈমানের যে দাবি তা এক ভাগ ও পালিত হচ্ছে না সঠিক অর্থে। অতএব আমি কি করতে পারি?

তাই লিখতে বসলাম। জানিনা কতটুকু সফলতা- অর্থাৎ যা বলতে চেয়েছি, তা বলতে পেরেছি কিনা। এটাই অন্তরের দ্বিধাদন্দ্ব।

আমি রাজপ্রাসাধে বসে সকল সুবিধাই ভোগ করছি অথচ আমার পাশের বাড়ীর আঃ করীম জীবন নির্বাহ করতে গিয়ে দুবেলা দুমুঠো খাবার ঠিকমত যোগার করতে পারে না এটাইকি আমাদের নবী হযরত মুহাম্মদ (স:) শিক্ষা দিয়েছেন। যদি তাই না হয় তাহলে কেন এই বেদাভেদ। কেন আমরা রাসুলের শিক্ষাকে গ্রহণ করতে পারিনা বা চাই না। আমি আমাকেই প্রশ্ন করে দেখি তাহলে উত্তর পেয়ে যাব। যে দেশে আমার আপনার নবীর জন্ম সেই দেশের দিকে তাকালেই আমরা আমাদের উত্তরটা পেয়ে যাই।

আর আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা হলো নবী করীম মোস্তফা হযরত মুহাম্মদ (স:) যা করতে বলে গেছেন তা তো ঠিক মতো করিইনা বরং বিভিন্ন ভন্ডদের দোহাই দিয়ে এটা সেটা করি। অথচ আমরা একটিবারকি ভেবে দেখেছি এটা সেটা করতে গিয়ে আমরা কত বড় শেরক, বেদআত এ ডুব দিচ্ছি। আর এ থেকে মুক্তির একটাই পথ তা লো কোরআন ও হাদীসকে নিজের জীবনে হুবহু নকল করা। তাহলেই আমাদের সামনে মুক্তির দরজা উন্মোচিত হবে।

একন আমাদের একটাই স্লোগান হওয়া উচিৎ “সকল ভন্ডামী বন্ধ কর কোরআন হাদীসে জীবন ঘর।”

আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী আমি যেন আপনাদের হাতের নাগালে ঠিক তেমন কিতাবই তুলে ধরতে পারি যা কোরআন হাদীসের আলোকে রচিত। 

শাওন আহমদ

No comments

Powered by Blogger.