Header Ads

Header ADS

আরবী থেকে বাংলা কোরআন


আরবী থেকে বাংলা কোরআন ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া আছে

কোরআন বুছে পড়ার গুরুত্ব


কোনো মানুষ যদি এক ঘণ্টা কোনো পত্রিকা কিংবা কোনো বই পড়ে, তারপর তার পাশের মানুষটি যদি তাকে জিজ্ঞেস করে- কী পড়লেন? আর সে যদি বলে আমি তো শুধু পড়েছি কিন্তু কিছুই তো বুঝিনি আমরা নিশ্চয়ই তাকে বোকা বলব কারণ এভাবে না বুঝে পড়লে তা থেকে তার কোনো লাভ বা কল্যাণ তো হয়ই না বরং সময় নষ্ট করার ক্ষতি হয় তাই কোনো বোকাও না বুঝে কিছু পড়ে না না বুঝতে পারলে হয় বোঝার চেষ্টা করে অথবা যে বোঝে তার কাছে গিয়ে বুঝে নেয়
অথচ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমরা কুরআন পড়ছি কেউ একেবারেই না বুঝে, আর কেউ বা আংশিক বুঝে কুরআন হলো জীবনবিধান, কেউ যদি না বুঝে অসংখ্য বারও খতম দেয়, কুরআন কি তার জীবনবিধান হতে পারবে? কুরআনের নাম হলো নূর, কেউ যদি না বুঝে অসংখ্য বারও খতম দেয়, কুরআন কি তার জীবনের নূর বা আলো হতে পারবে বা তার জীবনকে আলোকিত করতে পারবে? কুরআনের আরেক নাম হলো হুদা বা হেদায়াত দানকারী, কেউ যদি না বুঝে অসংখ্য বারও খতম দেয়, কুরআন কি তার জীবনে হেদায়াত দিতে পারবে? কুরআনের আরেক নাম হল শেফা বা আরোগ্য দানকারী, কেউ যদি না বুঝে অসংখ্য বারও খতম দেয়, কুরআন কি তার জীবনে কোনো আত্মিক আরোগ্য দিতে পারবে? কুরআনের আরেক নাম হলো ফোরকান বা সত্য মিথ্যার পার্থক্যকারী, কেউ যদি না বুঝে অসংখ্য বারও খতম দেয়, কুরআন কি তার জীবনে সত্য মিথ্যার পার্থক্যকারী হতে পারবে? এভাবে কুরআনের সব নাম নিয়ে বিশ্লেষণ করলেও দেখা যায়, অর্থ না বুঝে কুরআন পড়লে কুরআনের কোনো নামেরই যথার্থতা প্রমাণ হয় না
 মহান আল্লাহ সব ক্ষেত্রে আমাদের বিবেককে ব্যবহার করতে বলেছেন এবং যারা বিবেক-বুদ্ধি খাটিয়ে চিন্তা গবেষণা করে না তাদের তিরস্কারও করেছেন পবিত্র কুরআনের সূরা আনফালের ২২ আয়াতে আল্লাহ বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহর নিকট নিকৃষ্টতম জন্তু হচ্ছে সেই সব বধির-বোবা লোক, যারা জ্ঞান-বুদ্ধিকে কাজে লাগায় নাতাই আসুন, শুধু আবেগ নয় বরং বিবেক-বুদ্ধি খাটিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করি- কুরআন পড়ার ব্যাপারে পবিত্র কুরআন কি বলেছে :
// কুরআন পড়ার কথাটি বলতে বা বুঝাতে যেয়ে মহান আল্লাহ আল-কুরআনে মাত্র তিনটি শব্দ উল্লেখ করেছেন শব্দ তিনটি হলো- ক্বরায়া, রতালা, তিলাওয়া আরবি অভিধান অনুযায়ী শব্দ তিনটির প্রত্যেকটির একটিমাত্র অর্থ হয় সে অর্থটি হচ্ছে, অর্থ বুঝে পড়া বা বুঝে বুঝে পড়া বা অধ্যয়ন করা কোথাও এর অর্থ না বুঝে বা অর্থ ছাড়া পড়া এমনটি নেই
// পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন (সূরা আলাক্ব: ) অর্থাৎ বুঝে বুঝে পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন অর্থাৎ কুরআন বুঝে বুঝে পড়া বা জ্ঞান অর্জন করা সব মুসলমান নর নারীর জন্য ফরজ
// কুরআন বুঝে পড়ো (রত্তিল করো) নিয়ম মেনে, স্পষ্ট করে ধীরে ধীরে (সূরা মুয্যাম্মিল: ) অর্থাৎ কুরআন পড়তে হবে সঠিক (তাজবীদের নিয়ম অনুযায়ী) উচ্চারণ করে, অর্থ বুঝে যেখানে যে ভাব প্রকাশ করতে চাওয়া হয়েছে সেখানে সে ভাব প্রকাশ করে

Download Link


1 comment:

  1. Apnar khub sundor blog. Apni khub valo kaj korchen. amar blogs https://banglatechjagat.blogspot.com/

    ReplyDelete

Powered by Blogger.